তুমি তারা হয়ে ছড়িয়ে থাক আকাশের ঐ দুরে
আমি কি করে তোমায় খুঁজে পাই কোটি মনুষের ভীরে ?
ঘনীভুত রাতের আধাঁরে দেখি তুমি আলো জ্বালো
পৃথিবীর এত বাতিঘরের মাঝে তোমায় চিনেলব ক্যামনে; বলো!
অন্তর প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায় আধাঁর তলে
খুজেঁছি মৃওিকায় একা একা, পাইনি কখনও দেখা।
তুমি কি আধাঁর ঘরেরর অদৃশ্য আলো
অন্ধের অন্তরেই কেবল জ্বালো; বলো ?
তোমার চোখ দুটো কি ঐ দুরের অগনিত
তারার সাথে মিশে ক্ষীন নীলীমা ছড়ায় ?
যাহা কেবলই আধাঁর ক্ষনে প্রতিফলিত,
আলোতে এসে অনায়েসে শুন্যে হারায়।