তারা ভরা আসমানকে মনে হচ্ছে পরিপূর্ন
সুখ বিলাসী,
জল ভরা সমুদ্রকে মনে হচ্ছে টৈ টুম্বুর
সুখ প্রহরী,
একটি দু’টি তারা নিভে যাচ্ছে,
দৃষ্টির অগোচরে।
দু’এক ফোঁটা জল শুকিয়ে যাচ্ছে,
বাধাঁ পরছে বালুচরে।
নেই কারও ভ্রুক্ষেপ নেই কারও আক্ষেপ!
অজস্র ভান্ডারের মাঝে বিন্দুর নেই কি কোন মূল্য!
তথাপি এ বিন্দুই হল অঙ্গ প্রতঙ্গ
গড়ে দেয় বিশালতার সমতুল্য।