অামি নিশ্চুপে চলা পথিক, অামি কালের সাক্ষি বটবৃক্ষ, অামি ভেদ করেছি চুড়ান্ত লক্ষ। অামি লক্ষি পক্ষি জীর্ন ভুত,অামি নবীণের চলার অগ্রদুত। অামি ঝড়া নির্ঝরা সুচনা, অামি শত ক্ষত বহনকারী জানালার পাশে দাড়িয়ে থাকা নিস্ব প্রেমিকা,অামি ভবিষ্যত নয় ইতিহাসের পাতায় সব অসুস্থের সেবিকা।
বন্দীদশ্মায় কাটিয়ে ক্ষনিকাল
অতীত ভুলে হয়েছ মাতাল
কত যতনে রেখেছিলে স্বাধের যৌবন বেলা, স্বাধের সময় অবরুদ্ধ করিল বন্দীশালা।
অহরনিশি প্রহর গুনি না জানি কি জীবনের উপসংহার। অামারই স্বাধ পেয়েছে অপবাদ এ কেমন জগৎ সংসার।
এই হল নিস্ঠুর সত্যেকে বরন
সত্য প্রচারে করিবে কারাবরন
কত সাধুজন মরেছে অকারন
জগত অাজও করে তার স্মরন
শুধুখেয়ে বেচেথাকি হয়ে সাধারন
সহযেই মুছেযাক সব স্মৃতিচরন
নয় তবে কিছুনয় হয় যদি কিছুহয় জানালে পতি জ্ঞানগুরু
নিরূদ্বেশ হলে যদিকিছু মিলে
সেই পরম প্রাপ্তি।