কোলেতে রাখিয়া শ্যাম
    উড়িয়া যাইওনা
      রাখ,রাখরে বান্দিয়া।
কুলেতে ভিরাইয়া নাও
  রাখিয়া যাইওনা
     দিও,দিওরে পার কইরা।
মনেতে দিয়া মন
ভাঙ্গিয়া যাইওনা
      ধর,ধররে মন দিয়া।
হরিতে লাগাইয়া চুন
  পিঁড়িতে বইসনা
     দ্যাখ,দ্যাখনা চাইয়া।
ভবেতে মজিয়া মন
  ডুবিয়া যাইওনা
     ওঠো,ওঠোরে ভাসিয়া।
হাসিতে হাসিতে শ্যাম
  হারাইয়া যাইওনা
      থাক,থাকনা জাগিয়া।
আসমানে দেখিয়া সুখ
   চান্দে উঠিওনা
        থাক,থাকনা বসিয়া।
ঘন মেঘের গরজ শুনে
  দৌড়ে পালাইওনা
     শোন,শোননা মন দিয়া।
ঘোলেতে ঢালিয়া জল
   বাড়াইয়া দিওনা
        দিও,দিওরে কমাইয়া।
কপালে লাগাইয়া দাগ
   সাধু সাইজনা
       মোছ,মোছনা জলদিয়া।
ঘরেতে জ্বালিয়া প্রদীপ
  লুকাইয়া থাইকনা
     আস,আসনা বাহির হইয়া।
আঁচলে লুকাইয়া মুখ
মনেতে হাসিওনা
         বল,বলনা মুখ খুইলা।
নিকটে আসিয়া বন্ধু
  চলিয়া যাইওনা
       থাক,থাকনা বসিয়া।
সুখেতে ঘুমাইয়া বান্ধব
   ভাসিয়া যাইওনা
     জাগো,জাগোরে ঘুম দিয়া।
হাটিয়া হাটিয়া কাঞ্চন
  হারাইয়া যাইওনা
      চলো,চলোরে পথ ধরিয়া।
শ্যামেতে রাখিতে মন
   কুল ছাঁইড়না
        রাখ,রাখরে ধরিয়া।
নিজে না পারিয়া দোষ
   পরেরে দিওনা
       কর,কররে মন দিয়া।