বাঁশি তার কেঁদে যায় গানেরও বেলা
এই বুঝি স্বপ্ন লগ্ন, অতি লগ্ন
দোলে দোলে মধুবনে গুন গুন
মাতালও হাওয়া
বাঁশি তার কেঁদে যায় গানেরও বেলা।
যদি আমি স্বপনে পাই তোমারে
ধীরে ধীরে বাড়ে জ্বালা
হারাই জাগরনে
হারাই জাগরনে
বাঁশি তার কেঁদে যায় গানেরও বেলা।
নদী ভরা জল ছিল
শুকিয়ে গেছে
মিছে মিছে ভাবি শুধু
প্রিয়া নাই পাশে
বাঁশি তার কেঁদে যায় গানেরও বেলা।