হতাশ পথিক, ধীর যাএা তব
অকল্পনীয় ভাবনায় চলিছ জগৎ দ্বারে
মুষ্টিমেয় সুখ সন্ধিক্ষণে সাজাতে তোমার সমীক্ষা দো-দহরে
আপন স্বপন ভেঙে গেলে বিষাদ ভরা মনে
থমকে থাকে নিষ্ফল ভেবে
হারালো বুঝি পথ গতি,
ওহে প্রাণেশ্বর অগ্নি শব
ভাবছ কিসে এত সব
দগ্ধ বাতায়ন বইছে যে
এ ধরার মিছে কলরব।
ধরণীর সাথে করে নাও মিতে সন্ধি,
অজর রাগে সর্ব ভাগে দৃষ্টি পৃষ্ট
না হোক নিকৃষ্ট,
সাধু বাদে জীবন কর নন্দী।
উদয় দ্বারে অনাহারে দাঁড়িয়ে দেখেছ কি
দিগন্ত দুরের ঐ ক্লান্ত পথযাএীরে?
পিছনে তাহার কত ত্যাগ বিসর্জন
যার বদলাতে আজিকের এ অর্জন।
তুমি ভেবে পাও নি সে সাফল্যের সুত্র
শুধু সহজ শর্তে করিতে স্বাদ মি এ সর্বত্র।