যায় যায় ফুরায়ে যায়
জীবনের অধ্যায় একে একে ফুরায়ে যায়।
যায় যায় হারায়ে যায়
সুখের সময় ধাপে ধাপে হারায়ে যায়।
যায় যায় মুছে যায়
মনের সব স্মৃতি পাতায় পাতায় মুছে যায়।
যায় যায় বেলা চলে যায়
ক্ষনে ক্ষনে গুনে গুনে সমুস্টিক সময় চলে যায়।
যায় যায় সোনার মৌসুম যায়
ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে সময় সবই লয়ে যায়।
যায় যায় অনাদরে যায়
অবচেতন ক্ষনে এসে আধোমনে ডুবে ডুবে যায়।
যায় যায় ভালোবাসা যায়
দুয়ারেতে এসে মনকিনায় ঘেষে ভেসে ভেসে যায়।
যায় যায় ফুরায়ে যায়
জীবনের গতি দ্রুত অতি কালের খেয়ায় টেনে নিয়ে যায়।
যায় যায় জ্বলে পুড়ে যায়
জীবনের ফাগুনে দেহের আগুনে সাময়ীক সুখ গুলো জ্বলে জ্বলে যায়।
যায় যায় ভাগ্যের ভাগ যায়
নিয়তির মিনতি না শুনে এই ভুবনে নিরঙ্কুশ নিয়মে যায়।