পাখি আদাড় খায়; খেয়েই উড়ে চলে যায়
পাখি আদাড় খায়; উড়ে বেড়ায়
যথায় তথায়।
পাখির উড়ার সাথী হব আমি
পাখির সাথে দিন রাতে
যাব আমি দুরে দুরে,
পাখি সুখ বিলায়
দুর দুরন্তে-সুখ পারায় সুখ বিলায়
রঙিন পাখি রঙিন পালক
অঙ্গে আমার লাগে ঝলক,
মনের আকাশে রং লেগেছে
মেঘ কালো বর্ণে হারিয়েছে
মুক্ত স্বাধীন নীড়।
যাব আমি তাহার সাথে-
পাখির সনে আমার মনে
জমেছে কত ভাব
পাখি আমার সুখের সাথী
ভালোলাগাতে অনুভব।