চাই যাহা মনে পাব তাহা কোনখানে
খুজিঁ যাহা গগনে মিলেনি তাহা ভুবনে।
যে সুরের টানে পবনে ঢেউ তোলে
তপ্ত সমীরন স্নিগ্ধ হয়ে হৃদয়ে মিলে
যেই সুরের টানে মনমাঝি পাল তোলে
হারায়ে যেতে চায় আকাশ আর সমুদ্রের নীলে
পাব কোথা, যাব সেথা
আছে কোন অচীন মানুষের মনে!
সবুজের তলে লুকিয়ে থাকা আলোর বানে
খুজেঁ খুজেঁ বেড়াই, মনে মনে হারাই
দেহের মহড়ায় বাঁজাই উৎসবের সাঁনাই।
আমার গগনে আজ উঠেছে ভরে গানে গানে
ক্ষনে অক্ষনে  জানা কিবা আনমনে
ফুটিছে রস ফুল ভরেছে হৃদয় কুল
ছুটিছে মধু ভ্রমরা হয়েছে আজ শ্যামরা।
অধিধৈক্য নৈক্য বহ রহ তর সবনচে
এত আনন্দ গানে ভরেছে এই মন
পাবে কি কোন পানে শত করেও আয়োজন।
আজি ধরি সুখবাসন, আজি ভরি মন অঙ্গন
তোমরা লয়ে যাও যত পার সুখের সন্ধান-
আজি বাধিঁ সুখসন্ধি, করি সবেরে প্রেমডোরে বন্ধন।