স্বর্গ বিদায়ী চির নবমল্ল কুহেলী
আসিলে ঝংকার বাজায়ে পায়ে
দেহের দেউরি দহ্যে যে দহনে
নয়; তারে নয়না বলিব না গোপনে।
শত সুন্দর আছে যত শ্বাশ্বত ভুবনে
কত আর দেখিবার রূপঝড়া নয়নে,
বদ্ধ ঝিলে পদ্ম ফুলে কৃষ্ণকলি নেশা খেলে
আলতো রোদে নয়ন মুদে
রূপ না হারায় ক্ষীন খুঁতে।
হলদে ফুলে দুলে দুলে শ্যাম-শ্যামরা সুধা মিলে।
স্বাধ ক্ষীন হয় না যেন রূপ রূপমা উৎসবে
অঙ্গে তাহার গড়ন বাহার
না না ভাজে না না রূপকার
সৌন্দর্য মাঝে খুঁত না খুঁজে বর্নিব সরংসবে,
গোলাপের গোলাপী বলিব আমি তারে
নর্খ দর্পনে চমকিল গৃহকোনে নিয়ন ঝংকারে।।
সুক্ষ পর্দা ভেদে মায়াময় সর্বোলয়
তাহাতে আবদ্ধ উৎকর্ষের চরম রূদ্ধ
দুধেতে আলতা মিলায়।।
রূপ অনুরূপ মুরছি পড়িলে ভুতলে
চির কোমল সাগর অতল
ক্রমে বিকাশিল সৌন্দর্য বলে
তোমার রূপে ডুবে না পাই ঠাই কোন কূলে।