পেটের দায়ে দায়গ্রস্থ যারা
কিরূপে তারা মনের ডাকে দিবে সাড়া!
পরের দ্বারে ঘুরে ঘুরে
ব্যাস্ত সদা অন্ন অন্বেষনে,
অনাহারে আসে অনিদ্রা
অনাকাঙ্খিত হয় ক্লান্ত তন্দ্রা।
চিরন্তন দেহের চাওয়া
টিকে থেকে না পায়;
ক্ষুধা না মেটায়;
নিরন্তন হারায় সুখের ছাঁয়া।
জীবনের অর্থ খুঁজে পায়
কেবলই জীবসওার মাঝে
কি করে তারা মন চিনেলবে
লুকানো মনুষ্যও্বের মাঝে?