হে মহাকালের প্রেমিক পুরুষ...
হে কবি...
তোমার এক প্রানে লুকিয়ে আছে লক্ষ মানুষের মন
হিংসর মঝে তুমি খুজেঁপাও নিরেট ভালোবাসা
দেখি যে তোমারে এক সাধারন মানুষের অবয়বে।
কর্মন্যকে দিয়ে প্রধান্য জাগাও জীবনের জয়ধ্বনি
সমানুক্রমে তুমি আজ রয়েছ ছবির ফ্রেমে
আজও সহস্র মানুষ খুঁেজ বেড়ায় তোমায়
চেনা-অচেনা মুখের মাঝে;স্মৃতির রূপ রেখায়।
হে কবি তুমি চিনেছিলে আপনাকে
কে ছিলে এ ধরার বুকে...?
বলেছিলে...
“চলছে চলুক পৃথিবী অবিরত ঘুর্নন ধারায়
দুলছে দুলুক জীবন গতি মৃত্যুর দোলনায়,
শুধরায়ে লই কর্ম সকল,না শুধায়ে কর্মফল।
সময় সংসবে একে একে প্রহর গুনে
কর্ম করি কক্ষবন্দি মন মৃওিকায়
জানি ফল ফলিবে সময়ের অববাহিকায়।”