মানুষের শ্রেণীবিভাগে-
         দু:খী মানুষ; সুখী মানুষ
  সুখের শ্রেণীবিভাগে-
          আসল সুখী; মিথ্যে সুখী
  মিথ্যের শ্রেণীবিভাগে -
       অজানা মিথ্যে;জানা মিথ্যে
  জানার শ্রেণীবিভাগে-
  সজ্ঞান মনে জানা;অন্ধ মনে জানা
  অন্ধের শ্রেণীবিভাগে-
                চক্ষু অন্ধ;অন্তর অন্ধ
  অন্তরের শ্রেণীবিভাগে-
        আবেগী অন্তর;বিবাগী অন্তর
  বিবেকের শ্রেণীবিভাগে-
           কাল্পনিক মন;বাস্তবিক মন
সেই বাস্তব আবেগের বিবেক ডেকে বলছে
  প্রেমহীন জীবন শুধু ধুকে ধুকে জ্বলছে।