সে তো আলোর গঠন মানুষেরই মতন,
খুঁজে পাবেনা এখানে সে রয় অন্য ভূবনে।
এক ছিঁড়ে হইল দুই আবার দুই এ মিলে হইবে এক
দুই আত্মাই জীবন্ত রবে যে অনন্ত
পৃথিবীর শুরু আর শেষে
আলো আর মাটিতে মিশে।
কোটি মানুষের ভীরে এই পৃথিবীর নীড়ে
বসতি আমার,
তবু মানুষ খুঁজে যে বারেবার;
না জানে কোনখানে
হ্রদয় তাহার।
জন্ম হতে বুঝে লইতে তারে
খুঁজে খুঁজে হয়রান
ফিরে আবার তাহারই কাছে
অতি গোপন ছিল এতদিন মিছে
এ পরান পূর্নতা পায় মৃত্যুতে
বুঝে লয় সত্যিকারের ভুবন।