মন পরসী দিবানিশি আঁশি বেঁধে রই
ধীর যাতনা নীরবে পুঁষি কাহারেও না কই
স্বাধের সঙ্গীরে ছাড়ি, ধরি শুধু নিজেরে।
কোমল কায়ায় আবছায়া মায়া মলিন হয়ে
আরও ধীরে ধীরে হয় বিলীন
তখনও এ মনটারে রাখি স্বাধীন;
হয় যত আমার ক্ষত ।
অধীর নিশিথে মৃদ্যু মসি আবছায়া মায়া ছড়ায়ে অধীরে নেয় জড়ায়ে
ধীরে ধীরে সবই নেয় কেড়ে, রেখে যায় শুধু কস্টের হাসি।
করিনে পার - পরপারে
এ পাড়েতে রেখে দয়াল
আমায় টানো ওপারে।
কুজন যায় ধীর মনে সুজনও বনে
কু-মতি ফেলে।
খাচাঁ বন্দী পাখি বলে
যাতনায় রতন শুধুই জ্বলে
ছয় তলাতে ভৎস-ভুড়ি
সপ্ত তলায় রত্ন-নুরি।