তিমির ক্লান্তি লুফেনা অঙ্গে
ভুজঙ্গ সাধন(ও) না না অনুসাঙ্গে,
কদাকার অহর নিশি ঢাকিয়া মসি
পূর্বাশার আশায় আজও রয়েছি বসি।
আমার যবে ওঠে ফুটে রীতিমত
আছে যত এ হ্রদয় ক্ষত,
ক্লান্তি লুফে না অঙ্গে, জাগে না না ঢঙ্গে।
আশারও অনুসনে বেঁধে বাহু বাধঁনে
ক্ষনে ক্ষনে অনুধাবনে আসে এ মনে;
তিমির বেদনা জাগে শেষ ভাগে সারাঙ্গে
আমার সুর মুর্ছনা খায় তারই সঙ্গে।
ক্লান্তি লুফে না অঙ্গে, জাগে না না ঢঙ্গে।
আজও নিশি না কাটে প্রফুল্ল পএপটে
অমিনেষে হয় বিনাশ সাধনা টুটে।
আমার ক্লান্তি লুফে না অঙ্গে
মনমিতা খুজেঁ শুধা কালচে রঙ্গে।