চরম সাধনায় পরম প্রাপ্তি
ভোগে হয় ভোগাশক্তি, পীরে করে মুরিদ ভক্তি,
গভীর বাসনায় গম্ভীর ধ্যানমগ্ন,
পার হতে চাই জীবন স্তবক, গুরু তুমি মোরে দাও ছবক।
নির্জন বনে নীরব ক্ষনে পড়ে আছি একলা মনে
বিশ্বাস রয়েছে শেষে নিঃশ্ব প্রানের নিঃশ্বাসের টানে
ধোঁয়ার ধ্রুমজালে ধরাপড়ে গেছি
শুভ্র ধমনীতে আব্রু ঘিরে রেখেছি
মাটির দেহ ধোঁয়ার মন আঙ্গারের আঙনে আচ্ছদিত জীবন।
অধিকার অছে কি আমার বারে বারে ক্ষমা চাইবার!
তবু যেন চাই; তাহা যেন পাই
মনুষ্যত্বের মনটারে মাটির পাএে বসাই।