হাতি মরল পিপঁড়ার ঘাঁয়
ব্যাঙ চড়ল সোনার নায়।
লোহা চিনি ভারী অতি
গিনি সোনা খাঁটি রতি।
কনের ভুষন রূপ সৌন্দর্য
বরের রবে ভাষায় সৌহর্দ।
বন্ধু চিনি কাল বিপদে
বীর চলে রণ পথে।
বৃক্ষের গায় বুনোলতা
শত্রুর মুখে মিষ্টি কথা।
স্বাধের তোলা ষোল আনা
উপাস মুখে পড়েনা দানা।
ছাঁই মাটি ভরা সিন্দুক
সমালোচনায় রত নিন্দুক।
ঝিনুক মাঝে মুক্ত পোষে
জ্ঞানী লোক পাগল বেশে।
ঘেড়ায় না খায় কাটা ঘাস
দাড়ায়ে কাটে নিদ্রাবাস।
জলে না ডোবে হাঁস
রক্ত চুষে মরে দাস।
ঘটকের গুজবে ঘটকালি
ছেঁড়া খাতায় সাত তালি।
মরার উপর খরার ঘাঁ
ওলা বিবির অজপারা গাঁ।
মাছ খায় মাছ রাঙায়
দোষ পড়ে দাড়িয়ালের।
ডিম পারে বুনো হাঁসে
খেয়ে যায় বাগদাসে।
কলা পতায় তবারক
মাটির মানুষ মোবারক।
পেটে লাগছে ভাটি
আমের বাড়া চাটি।
খড়ায় ফাঁটা মাটি
গ্রীষ্মে শীতল পাটি।
শীতের বিবি মাঘে খায়
আশাঢ়ে বিবি ভেসে যায়।