সভ্যতার গোড়াপওনে যত অবদান মানবের আবার ধ্বংসের মূলেও সেই মানব- একে দোষারোপ করে অন্যের। মানুষের মাঝে রয়েছে উদ্ভবনী শক্তি- যাহাতে বস্তুর রূপান্তর ঘটায়, সকল প্রয়োজন মেটায়, মেধায়-মনে রয়েছে সচ্ছল যৌক্তি-
যাহাতে সঠিক সিদ্ধান্তে উপনীত হয় সফল হয় দুর্বোধ্য কর্ম সম্পাদনায়। যখন মানুষ তার সুবুদ্ধি হারায় তখন সে কু ধারনার বর্শী হয়, গড়ন ছেড়ে মও হয় ধ্বংস লীলায়। জনে জনে সম্পর্কের হয় অবনতি, বহু সাধনার সম্পদের করে ক্ষতি।
এই কি মানুষের খেলা, নাকি সব তাহার লীলা! ধ্বংস গড়ার রীতিনীতি চলছে অদ্যবধিকাল মানুষেরে করে মাধ্যম মাএ।
নাড়েন তিনি লীলার কলকাঠি মানুষ টানে কর্মফলের ঘাঁটি।


খুঁলে দাও হে বিষের বাঁধন
কণ্টগলে যেন নাহি সজীবতা
সসীম প্রানে জাগাও চিরঞ্জীবতা
ঠাঁই লই মানবের মনোবাসে।
অজান্তে কি-বা জান্তে
এপান্তে কি-বা অনন্তে,
ঘুরে ঘুরে মানবের দ্বারে
দেই খুলে মনের বাধঁন,
      সৃষ্টি সকুলে আসুক সংহতি সাধন।