যদি হয় অর্ধেকে নারী বাকিটায় নর
তবে জগতে সব আপনই পর,
নারী মানেই ছলনা
আবার নারী ছাড়া জীবনও চলেনা।
বিরহ ব্যথায় পুড়লে নর
নারী খোঁজে অপর ঘর,
সর্প গায় আঘাত দিলে
সে যেমন ধ্বংশে বিষে
নারী মনে সুখ দিলে
ছোবল দিবে নরকে শেষে।


যে রূপ-রত্ন ছাইয়ে ঢাকা
পুরূষ মনের গভীরে আকাঁ
বোঝেনা নারী ভেবেনেয় ফাকাঁ
আসলে সে নারীই বাকাঁ
তাইতো প্রেমে দেয় ছ্যাকাঁ।


সেরুপ নারী কয় জনা
যে জন বুঝে এই মনা
চিনতে পারে খাঁটিঁ সোনা
তার তরে দেই আরাধনা।