সারি সারি মেঘগুলো উড়ছে আকাশে
জমে আছে; থেমে আছে
যেন ওই মেঘ গুলো সাজিয়েছে আসমানটাকে
এ সৌন্দর্যতা উপলব্ধির কে আছে বল!
তাহারে কি করে দেখাব এ আনন্দ খেলা
চাদেঁর কাছে পৌছে যাওয়া মেঘের ভেলা।
মেঘ ত্বাপসী সারা নিশি
        একই সাজে সেজে আছে
মনের অধিক মন মাধুরী
         ঘিরে আছে চাদেঁর পাশে।
দিন যায় দিন আসে একই রূপে মনে
স্বপ্ন আমার দিন দিবাকর লুকিয়ে যাবার ক্ষনে
যদি কল্পনাতে থাকত মিশে আমার স্বপ্নাঙ্গন
সুরের বীনা কাদঁত জোড়ে-লুকিয়ে যায় জীবন।