স্বর্গের বাদশাহ্ তুমি মর্র্ত্যে কেন এলে!
অবিনশ্বর আত্মা তুমি নশ্বর দেহ পেলে।
কত নক্ষএরাজি রাখত তোমায় ঘিরে
তাহা ছেড়ে কেন পাড়ি দিলে
এই আধাঁরের মাটির ঘরে!
এ ঘর যে কেবলই আধাঁর
নেই কোন নিজস্ব আলো,
চলো তুমি যে তরীতে তাহা যে ভাঙুর
মাটির দোলনায় দোলো।
আধাঁরের জীবন ছেড়ে
আলোর ভুবনদ্বোরে
পৌঁছবে তুমি কিছুকাল পরে;
সেদিন কি আর; মনটি তোমার
রইবে পরে মানবের তরে ?