পৃথিবীর বয়স প্রায় শেষের দিগে
আসমান জমীন আর রইবে না টিকে
মানুষ সকল করেছিল যত আয়োজন
অচিরেই ঘটবে তার অবসায়ন।
চন্দ্র তারা আর দিবেনা পাহারা
সূর্যটাও হয়ে যাবে পথহারা।
সব খেলা টুটাবে একদিন
মানুষ সকল হবে প্রানহীন,
তারঁই মঞ্চে সবে উদগীরন হবে
একে একে সবার হিসাব তিনি লবে,
সেদিনের আর বেশি দেড়ি নেই
বোঝা যায় তা; মানুষ যে সুপথে নেই,
ক্ষনিকের লাগি দুনিয়া করেছ ভাগাভাগি
অন্তর-আত্মা রাগি মিথ্যেই হয়েছ ভুক্তভোগী
গড়িয়াছ ধন করিয়াছ কত আপন জন
ক্ষনিক্ষনে সবই তার পর হইবে তোমার
চিনবেনা কারেও কেহ অন্তহীন সেই ভূবনে।