জ্ঞানে গুনে গুরু মহীষান, সকল জ্ঞান সাধনে আমার গুরু বলীয়ান। আঁধার রয় কোনে  জ্ঞান হয় সর্বএ, জ্ঞান হল উজ্জ্বল নক্ষএ। জ্ঞানের জ্ঞানী গুরুকে জানি, জ্ঞান হলে স্পস্ট -গুরু হয় অভিমানি।


বন্দীদশ্মায় কাটিয়ে ক্ষনকাল
অতীত ভুলে হয়েছ মাতাল,
কত যতনে রেখেছিলে স্বাধের যৌবন বেলা
স্বাধের সময় অবরুদ্ধ করিল বন্দীশালা।
অহরনিশি প্রহর গুনি নাজানি কি  
জীবনের উপসংহার।
আমারই স্বাধ পেয়েছে অপবাদ
এ কেমন জগৎ সংসার।
এই হল নিষ্ঠুর সত্যেকে বরন
সত্য প্রচারে করিবে কারাবরন
কত সাধুজন মরেছে অকারন
জগত আজও করে তার স্মরন,
শুধুখেয়ে বেঁচে থাকি হয়ে সাধারন
সহযেই মুছে যাক সব স্মৃতিচরন
নয় তবে কিছুনয় হয় যদি কিছ হয়
জানালে পতি জ্ঞানগুরু
নিরূদ্বেশ হলে যদি কিছু মিলে
      সেই পরম প্রাপ্তি সমাপ্তি বা শুরু।