দেশ তুমি আমাদের মাতৃতুল্য,
কিন্তু, তবু কেন নিজ পুত্র-কন্যাদের
            বিতাড়িত করতে চাও?
কখনো আমাজনের জঙ্গলে
রাত কাটে বাদুড়ের সঙ্গে লুকোচুরিতে,
আবার কখনো প্যান্থারের সঙ্গে মারামারি,
যেন চোর-পুলিশ খেলায় বিভোর।
দু'বছরের শিশু আজ উপকুলে - বালির কবর।


এই মৃত্যু মিছিল, আক্রান্ত সন্তানদের
                           বাঁঁচাবে বিধাতা
যখন শত্রুদের সাথে পাঞ্জা লড়তে লড়তে
                          খুলে যাবে সব ধাঁঁধা।