দশ দিন পর, পৃথিবীর কাছে আবার আমি বেঁঁচে উঠেছি
সূর্য তাকিয়েছে গাছের পাতার ফাঁঁকে কোমল দৃষ্টিতে
শুধু ঢেউয়ে মিশে যাচ্ছে কিছু চোখের জল
পৃথিবীর সব জল বুঝি কেবলই অশ্রু।


এখনো আমার আকাশে মেঘ ঢেকে আছে,
নিস্তব্ধ চলভাষ বার্তাহীন, কাঙ্ক্ষিত স্পর্শহীন  
তবু, করোনার ভয় ফেলে ভীড় জমছে বাজারে,
ঈদের চাঁদ চুমু দিয়ে গেছে শিশু চাঁদের গালে,
গাছের নীচে, জল বেষ্টিত বাঁধে পশু শব ছুঁয়ে
চাঁদের আদর খেয়ে বেঁচে আছে মানুষ নামের কিছু প্রাণী, ......


তুমি কি চাঁদ হয়ে আছো? ঢেউ?
ভাঙা গাছের ডালে অর্ধ-প্রস্ফুটিত ফুল?
রাত জাগা কিছু অশরীরী কান্না?


দিগন্ত বরাবর অচেনা কিছু বাতাস হেঁটে চলেছে এখনো।