আমফান এগিয়ে আসছে,
দাঁঁড়িয়ে আছি মৃত্যুর উপকূলে।
জানিনা কাল আর এই লেখা পড়বার
অবস্থায় থাকবো কিনা। তাই,
আজ লিখে যেতে যাই শেষ কথা,
যে কথা কোনো দিন বলতে পারিনি-
এখন আকাশ নেই, ঘর নেই, জমিন নেই,
শুধু তুমি আছো, আকাশ হয়ে, জীবন হয়ে,
টুকরো হয়ে যাওয়া খড়ের ছাউনি হয়ে।
তোমার হাত ধরে যদি ঝড়ের সাথে
উড়ে যেতে পারতাম মৃত্যুর দেশে
কোনো আক্ষেপ থাকতো না।
আমফানকে স্বাগত জানাতাম হাসি মুখে।