দীর্ঘ উপবাসের পর ঘুম ভেঙে জেগে উঠছে
আগ্নেয়গিরি। রাত জাগা চোখে ঢুলছে আমাজন।
পৃথিবীর সমস্ত জল দূষণ পরিদর্শণে বেরিয়েছে।
হাওয়ারা ব্যস্ত ওজন স্তরের মেরামতিতে।


উতপ্ত জনস্রোতে ভেসে যাচ্ছে আদর্শ।
রাজ সিংহাসন মানবতা হীন স্বেচ্ছাচারিতায় উদ্দাম।
পাখিদের মতো বাসায় ফিরতে ফিরতে
চির ঘুমে মিলিয়ে যাচ্ছে শ্রমিকের দল।
উপেক্ষিত ফুলেরা বিষ রেণু বয়ে নিয়ে চলেছে-
মধুলোভী কীটদের চরম শিক্ষা দেবে বলে।


আর একটু ঘুমিয়ে নাও কুন্তি -
কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হতে এখনো অনেক বাকি,
যদিও, ফলাফল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।