সকালের ঘুম ভাঙতেই
আমার চারিদিকের পৃথিবীটা ঘুরতে লাগল;
আমি হিমালয়ের সব বরফ মাথায় নিয়ে
যুদ্ধ করছি একটু অক্সিজেনের জন্য -


কোথাও অক্সিজেন নেই
পৃথিবীতে আবার তুষার যুগ নেমে এসেছে?
সূর্য কি বোস-আইনস্টাইন সন্নিবিষ্ট?


ঝাঁঁকে ঝাঁঁকে আলোরা কোথায় হারিয়ে যাচ্ছে?
আমাকে নিয়ে চলেছো কোথায়?
আমি যাব না। তবু যদি দেখা করতে চাও


দেখা হবে শীত ঘুম শেষে, নতুন জীবনে।