একলা মেয়ে এক-ফালি চাঁঁদ আকাশ নীলে
দুঃস্বপ্নের রাত্রি জাগা দীঘির জলে
পদ্ম হয়ে উঠল ফুটে কাঁঁটার বনে
পাঁঁপড়ি মেলে দুই জীবনের সন্ধিক্ষণে।


হঠাৎ হাওয়ায় হারিয়ে গেল পথের দিশা
মিষ্টি চাঁঁদে মিশে গেল অমানিশা
একলা মেঘে বাস গড়েছে ক্লান্ত মেয়ে
বৃষ্টি হয়ে ঝরছে যে তাই হৃদয় ছুঁঁয়ে।