এখন আমার বয়স হল
                একশ ঊনষাট -
ফোকলা দাঁঁতে হাসতে পারি
                 পড়লে সহজ পাঠ।
             ধরলে কলম খাতা
এক নিমেষে লিখতে পারি
          হাজার হাজার পাতা।


গদ্য ছন্দ নিয়ে করছো কলরব?
মনে রেখো, অন্ত মিল না অন্তর মিল
সে সব মুখ্য নয়, বিষয় বস্তুই সব।


দিন রাত্রি আমায় নিয়ে
              তর্ক চলে খুব।
স্বর্গ থেকে এসব দেখে
               পাচ্ছি ভীষণ সুখ।


মর্ত ধামে ট্রাফিক ধামে
            বাজলে আমার গান
স্বর্গ থেকে এক দৌড়ে
             যেতে যে চায় প্রাণ।
ইচ্ছে করে একবার ফিরি
             শান্তিনিকাতনে
গ্লোবালাইজেসনের শিক্ষা দেব
             শিক্ষা-ভবনে।