যে ভাবে পাথর-অরণ্য ভেদ করে
পথ করে নেয় প্রগতিশীল নদী ও মৃত্যু,
আকাশের তারারা ও বোধ হয় ভাগ হয়ে দাঁড়ায়
যে ভাবে যমুনা ভাগ হয়েছিল
         বাসুদেবের মথুরা যাত্রার মতো
                  কৃষ্ণা অষ্টমীর গাঢ় অন্ধকারে ;
আজ এভাবেই, নিশ্চিত, ভাগ হয়ে দাঁড়াবে মহাবিশ্ব
তোমার চির-আলোর দেশে যাত্রার প্রাক্কালে।


আমরাও দাঁড়িয়েছি নতমস্তকে, দুঃখ ও গর্বকে
                      হৃদয় রেখার দুই পারে রেখে।