বিশ্ব জুড়ে হাত পেতেছি
             হাত পেতেছি উপুড় করে
হাতের মুঠোয় হৃদপিণ্ড
             বিশ্ব ডুবে বেহাগ সুরে।


শূণ্যতাময় সন্ধ্যা সময়
             শিথিল সমাজ, স্থবির শহর
দ্বন্দ্ব জীর্ণ, দর্প চুর্ণ
             ক্লিষ্ট শীর্ণ অর্থ বহর।


শত্রু শ্বাসে মৃত্যু ত্রাসে
             অশ্রু আসে নেত্র পাশে
ধর্ম না-সে কর্ম নাশে
             করোনা সে বিশ্ব গ্রাসে।