অসময়ে অনেক অসমাপ্ত কথা
          আবির্ভূত হয় হৃদয়ের জঙ্গলে
রোদ বৃষ্টি জলের অভাবে
অঙ্কুরোদ্গোমহীন সেই সব বাচিক বীজপত্র
লঘু-মস্তিষ্কে জমে আছে বহুকাল



এখন জীবাশ্ম সদৃশ
       সেই সব জঞ্জাল
             ধূসর-হলুদ-পিঙ্গল বর্ণে
                  উঁকি মারে ভোরের স্বপ্নে
                                      


                                 বারবার ।