শব্দ বড় অভিমানী, আঘাত করো না
এক ঘর বৃষ্টি নিয়ে দুয়ারে এসে দাঁঁড়াবে।
শব্দ বড় ছেলেমানুষ, আগলে রাখো
নয়তো ছড়িয়ে পড়ে তোমায় নাস্তানাবুদ করবে।


কিছু শব্দ ঝরা পাতাদের মতো
       উড়িয়ে দিলাম হাওয়ায়, পাখি হয়ে
              এসে বসল তাল গাছে।
দীঘির জলে খেলছিল যে শব্দগুলো
      একদিন ভোরের আলো মেখে
              শারদ সুরের জন্ম দিল।


কিছু শব্দ রক্তাক্ত পড়েছিল নিলয় প্রাচীরে,
            নীরবতার ছোঁঁয়া লাগতে
                          কবিতা হয়ে গেল।