এইবার তুমি ঘুম ভেঙে ওঠো বিহন্নলা পৃথিবী
বিষন্নতার মেরু-প্রাচীর সরিয়ে নিরক্ষরেখা বরাবর
সবুজের শেকড়ে বাঁঁধা হোক মহাদেশ, অবিকল
সন্ধ্যা তারার মতো গভীর নিলাজ দৃষ্টিতে একরাশ
আশ্বিন মেঘ পুঞ্জীভূত অভিসারে চপল।


এইবার পাথরের বুকে জমা হোক ক্রোধ ।কুরুক্ষেত্রের
চক্রব্যূহে সভ্যতার অভিমন্যু ভূ-লুন্ঠিত অন্তর্জালে।
প্রতিজ্ঞা-প্রাচীর পেরিয়ে চক্র হাতে আবির্ভূত হও কৃষ্ণ
দ্রৌপদীর খোলা চুলে রক্ত চাই। রাত-কান্না বহু দূর
শেয়ালের ডাকের মতো ভাসছে। গাঙের জলে চাঁঁদ
জিভ দিয়ে স্বপ্নের স্রোত মেপে নেয়। মাছের চোখের থেকে
ঠিকরে আসে ভেজা ভেজা ভয়, লক্ষ্যহীন। হোমার,
আর কত দিন ধৃতরাষ্ট্রের সাথে ভাগ করে নেবে পথ?