বিক্ষুব্ধ কিছু হৃদয়ের সাথে
নিরর্থক রাত জেগে আছি কত জন্ম।
গড়িয়ে পড়া চাঁঁদের সঙ্গে পাল্লা দিয়ে
ঢেউয়েরা পৃথিবী পরিক্রমনে চলেছে,
ফিরে আসবে কথা দিয়ে যে বাতাসেরা
দক্ষিণমেরু ভ্রমনে বেরিয়েছিল
                    এখনো ফেরেনি।
ক্ষমাশীল আমাজনের জঙ্গল
নিরক্ষরেখা বরাবর লুকোচুরি খেলছে
                     এনাকোণ্ডার সঙ্গে।


শীতের পাতারা খেজুরের গন্ধে পুড়ে যায়,
কুয়াশার নিশ্বাসে চোখ মোছে পরিযায়ী পাখী,
এক মাথা অন্ধকার নিয়ে জন্মেছিল যে শিশু
                      রোদ খায় সমুদ্র সৈকতে।
        
খালের ধারে একা বক গভীর ধ্যানে মগ্ন।


টুকরো টুকরো আদরে বড় হয়ে ওঠে যে অভিশাপ
ভীষণ মধ্যাকর্ষণে একদিন নির্লজ্জ নিম্নগামী হয়।


বালির ঘুম সরিয়ে আয়লান চেয়ে দেখে -
অতলস্পর্শী সাগরের সব জল
পায়ের কাছে উপুড় হয়ে ক্ষমা ভিক্ষা চাইছে,
সারা আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে
চ্ছিন্ন দৈনিক কাগজ আর সবুজ নাগরিক পত্র।


দীঘির স্থির জলে মুখ দেখে নিচ্ছে
                     বিখণ্ড দর্পণের চাঁঁদ।