কবিতা লেখার  মেধায়   যেথা,
        মোর  বড়ই  মাজুরি !
     পুজির  ঘটতি  তাই,
           তাতেই  লিখিতে  চাই,
  অতৃপ্ত  হলে  আসলেকি,
      হয় জগা খিচুড়ি ?
★★★★★★★★★★★
★★★★★★★★★★★


★  সাগর  মাঝে  বালির  ভেলা ,
        ভাসমান  এক  লোকালয়,
       জীবন  যেথা  নিরাপদ  নয়
       দুর্যোগে  ঘেরা চরম  ঝুকিময় !
      সেই ভুবনে  কেমন  করে   হয়
      মানুষের  নিরাপদ  আশ্রয় ?
      জীবনেইবা   সেথা  কার অভয়
      রং  তামাশায়  করি  আনন্দময়
★----------------------★


★ জীবনকে  যারা  ভাবি নিছক  মাটির  হাড়ি,
        ভুবন  নিয়ে  তারাই  করি  সদা  কারাকাড়ি!
       এমন  অদুরদর্শি  ভাবনা  বহন কারি,
    অপরের  শান্তি নিয়ে করি বাড়াবাড়ি!


★ দুনিয়ায়  কোন  পাগের  দল
            বাধিয়ে হট্টগোল,
               দলিল বিহীন অপরে জমীন ,
                   করিতে  চায়  দখল,
                    শুকনো  খড়ি  আগুনে যদি,
                    দেখাতে  চায়  বাহু বল,
                    দুনিয়ার  মানুষ  দেখেও  বুঝেনা,
                     তার  শেষ  ফলাফল!
         ★★★★★★★★★★★★         ন