বাতাস যেথা আর হয় না ভারি
নারীর অব্যক্ত আর্তনাদে
আচর ও যেথা আর লাগে না
নির্বাক মানবতাবাদে!
সাড়া বিশ্বে আজ, অশান্তির মূলে
শুধু কি নারী কুল?
আজ তোমাদের এমনি চলা
ঐশী সেই দ্বীন পায়ে দলা,
নয় কি এ সবের ভুল?
আজ কাদের ভুলে কে
দিচ্ছে মাশুল,
আর কত দিন এ যে ভবে
তাদের খুশী হয়ে রবে,
মাথায় খোপার ফুল।
ওহে "মা" জাতি নারী কূল,
আজীবন কি পরবে খাদে
ওদের পাতা পা দিয়ে ফাদে,
যেথা টনক নড়েনা ওদের
কারো,কোন প্রতিবাদে!------