আকাশ থেকে সে পূর্ণিমার ,চাঁদ ও
                                এসে নামিয়া
রেহায় তবু ও পেলনা এক মেয়ে
                         নিষ্পাপ সামিয়া।
লেবাসিরা পরে সুন্দর লেবাস
                             চালায়ে সন্ত্রাস
ফুট ফুটে ঐ চাদুনীকে ওরা ,
                       করে নিল  গ্রাস।
বধু বেশে বিদায় দিয়ে
                      ফিরে পেলাম লাশ!
শান্তির সব সাদা কপোত
               হলো কি আবার নির্বাস?
ব্যর্থ  ভবের দেখলো সবে
               তবে   রইলো থামিয়া,"
     কেয়ামতের  আদালতে বিচার
                           চাইবে সামিয়া!!
ফুল বাগিচান একটি ডালে
একটি কলি :ফুটার  সে কালে
কাল বৈশাখীর ঐ না ঝড়ে
মানব বেশী ডাইনির থাবা
অকালে ঝরাল  ওরে
            ওরা কেমন  করে।
  মানুষ আর এ পশুর  সমাজে
তফাত করা দায় দুয়ের  মাঝে
সন্ত্রাস পিরীতি  মানব বাদির
     কোথা  সে সভ্য  দুনিয়া
উষা কালের শিশির  বিন্দু
আজ কোথা সে সামিয়া!!!