কিছুই  হবেনা  আমার  অত শত  জেনে,
   তিনিযে  এক আল্লাহ,। ' যদি না  তা  চেনে।
   এক "ইলাহ "ভেবে  মন, না নেয় তাঁরে মেনে
   নিজের জীবনে, শয়নে স্বপনে
    হিসাবে ষোল আনা,  যদি না  হয় মানা।
    রাসুলের (সঃ)  তরীকায়, নিজকে না এনে
   কোন সুফল মিলেনি কভু, হাজারো যুক্তি টেনে।
   কোনও  রিদয়, হয়েছে কি জয়,
   জ্ঞান, বিজ্ঞান আর,
    অস্ত্রের  আঘাত হেনে।
    এক আল্লাহর হুকু'ম
        যদি না চলি মেনে।
     কিছুই হয় নাই কভু,
     শুধু অত শত জেনে।।