মনে রেখ ও মন  মোর
        মহা  সত্য এক খবর।
   সামনে অপেক্ষামান তোরও কবর,
   যেই পথেই তুমি হও অগ্রসর,
জীবন শেষের সেই বরাবর।
  তোর ঐ কবর ।।।


ফাকি দেওয়া দায়
        নাইও  তার উপায়।
  যতই থাকো না ভুলে
সবই দেখা পাবে
       সময় হলে যাবে
   ঠিকই দুচোখ খুলে।
  তখন আসিবে,সবই  বুঝে  তোর।।


  আপন হাতে পরায়েও কাফন,
   কত স্বজনা করায়েও দাফন।
  তবু হয়না বুঝি তোর একিন
   কার আশায় তুই,মরনে উদাসিন।
  এ কবর খানায় তুইও  একদিন
   যখন তখন হবেই সমাসীন।
হবেনা এখবর,  কভু  নরচর।।