আমজনতা জাগুন
পেয়াজ রসুন ঝালে
পানি পায়না হালে
কলা পেঁপেঁর দামে
শরীর ভেজে ঘামে
একশ টাকা বাগুন!
আমজনতা জাগুন।


পঞ্চাশ টাকা আলু
কেমনে কিনি খালু
দুইশ টাকা ঝালে
মানুষ নাজেহালে
আসবে কবে ফাগুন?
আমজনতা জাগুন।


কচু পটল ওলে
দামেতে ঝড় তোলে
কেওড়া জলপাই আমড়া
তুলছে পিঠের চামড়া
বাজার থেকে ভাগুন,
আমজনতা জাগুন।


দামের ঘোড়া ছোটে
মানুষ হাফাই ওঠে
বাঁচার জন্য লড়াই
বাজার তেলের কড়াই
গরম,আগুন! আগুন!
আমজনতা জাগুন।