ঝকোর ঝকোর রাস্তা মেপে
ঐ ছুটেছে বাস,
বাসের ভয়ে সারি সারি
দৌড়ে পালায় গাছ।


দৌড়ে পালায় মাঠের ফসল
দৌড়ে ছোটে বিল,
উপর দিকে ছুটে পালায়
আকাশ গাঙের নীল।


নীলের হাটে পুলের বাকে
বাস থামেনা বাস,
পেছন ফেলে সামনে ছোটে
হাজার শত গাছ।


অসহ্য এক শব্দদূষণ
হরেন বাজার সুর,
বাস চলেছে বাস চলেছে
যাবে অনেক দূর।


বাসের বাড়ি ষ্টেশনে
নেই সেখানে ঘর,
বাসের কাছে সবায় সমান
নেইযে আপন পর।


ইচ্ছা করে মানুষ যেথায়
বাস সেখানে ধায়,
বাসের নেইতো স্বাধীনতা
অনেক অসহায়!