সুক্ষ অতি ক্ষুদ্র অতি
ক্ষিপ্র তার চলার গতি
যায়না তাকে ধরা,


সুযোগ বুঝে গায়ে বসে
হুলফুটিয়ে রক্ত চোষে
ওড়ে যে ফুরফুরা।


হাতিও সে জব্দ করে
একটুও না শব্দ করে
রক্ত শুধু খায়,


প্রাণীটা ছোট্ট ভীষণ
রক্তচোষা তাদের মিশন
কি নাম পরিচয়?


বেড়েপোকা বেড়েপোকা
ও মা এযে ধেড়ে খোকা
তাকে ঘিরে ভয়,


বসলে গায়ে অতিষ্টবোধ
না নেওয়া যায় তার প্রতিশোধ
কেমনে করি লয়।


কোনটা পাচা কোনটা মাথা
বুড়ো নাকি পিচ্চি বাচা
কোনটা খুকি কোনটা খোকা
যায়না বোঝা যায়না রোখা।