ইশা মেয়ের চড়ুইভাতি
টোনাটুনি খেলার সাথী
ঘর গোছানো শালের পাতায়
ডেকোরেশন ব্যাঙের ছাতায়


ধুলো দিয়ে মিছামেছি
ভাত রেধে সব চেচামেচি
গোশ রেধেছে ইটের খোয়া
কারো চোখে লাগছে ধোয়া।


মাছ বানাইছে কাঁঠাল পাতা
ঝিনুক বানায় খুন্তি হাতা
ছালুন চেকে জ্বলছে ঠোঁটে
কেউবা শিশুই ঝালের চোটে।


কেউবা আনে পানির কলস
কাটায় কেউবা সময় অলস
ভরদুপুরের রৌদ্র ছায়ায়
শেষ হয়ে যায় গয়ামায়ায়।