দোয়েল পাখির এই সোনা দেশ
কণ্ঠগানে সুরের আবেশ
শিস দিয়ে যায় দুপুর বেলা
আবছায়াতে রৌদ্রখেলা।


দোয়েল খোকার কুটুমপাখি
নিত্য যে তাই মাখামাখি
সকাল দুপুর এচাল ওচাল
খোকার সাথি করে প্যাচাল।


দোয়েল ডাকে ডালিম শাখে
ঘরের চালে পথের বাঁকে
ভরদুপুরে সুরের ধ্বনি
মন ভরে যায় নিতই শুনি।


শহর গ্রাম সকল খানে
সবায় চেনে সবায় মানে
দোয়েল পাখি পজেশনে
বাংলাদেশের হৃদয় মনে।