হলুদ রঙে মাঠে আঁকা
দূর্বাঘাসে সবুজ মাখা
ফড়িং লাফায় পাতার ফাঁকে
মন ছুটে যায় পথের বাঁকে
আকাশজুড়ে নীলের হাটে
লাগে আমার কেমন তো-
আসলো বুঝি হেমন্ত!


রাতের বেলা ধানের ক্ষেতে
বেতুল মারার আটল পেতে
সকালবেলা আটল তুলে
পরাণখানা ওঠে ফুলে
তাজা মাছের ভোনা খেতে
লাগে বলুন কেমন তো-
আসে যখন হেমন্ত!


ধানের পাতায় শিশির জমে
চোঁচোঁ করে পানি কমে
ঋতুর রাণীর ভাঙ্গা গড়ায়
শিউলী বকুল শুরভি ছড়ায়
মাঠে মাঠে ধানের হাসি
নবান্নরই নেমন্ত-
আসলো দ্বারে হেমন্ত!