কার্তিক
মুহাম্মদ ইব্রাহিম বাহারী


কার্তিক আসে শিশির ফোটায়
ফুল কাননে শিউলি বোটায়
ধানে ধানে গানে গানে
নতুন ঘ্রাণে প্রাণে প্রাণে।


কার্তিক আসে বকুল ফুলে
হিমেল হাওয়ায় হেলে দুলে
ফসল ভরা মাঠের বাকে
চাষার মনে স্বপ্ন আঁকে।


কার্তিক আসে ইতল বিতল
ভোরের বেলা ঠাণ্ডা শীতল
পানি কমে পুকুর বিলে
সূর্য ঝিমায় আকাশ নীলে।


কার্তিক আসে উঠান জুড়ে
চরকা কাটে চাঁদের বুড়ে
হাতছানি দেয় মাঠের বাকে
ধানে নোলক সোনা মাখে।