কবি


কবিতার সৃষ্টিতে কবি মন নাচে,
প্রকৃতির ভাষা বু্ঝে কবিরা বাঁচে।


কবিদের নিয়ে কতো হয় হাসা-হাসি,
ভোলা মন কবিতো শব্দের চাষি।


কবিতায় ভাত নেই বলে কতো লোকে,
স্বপ্নেরা ফুল ফোটায় কবিদের চোখে।


কবি আছে বলে তাই সুন্দর ধরনী,
সামনে যায় বেয়ে কবি বৈতরনী।


কবি মানে স্রষ্টা,সৃষ্টির সুখে,
কালেকালে বেঁচে থাকে ধরনীর বুকে।